ওমর ফারুক সাইম, কচুয়া॥
“ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি” এ স্লোগানে কচুয়ায় দেশের প্রথম ব্যাংক পূবালী ব্যাংক লিমিটেডের ৬০ বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। ৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় পূবালী ব্যাংক লিমিটেড কচুয়া শাখার আয়োজনে করিমউদ্দীন প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত পূবালী ব্যাংক মিলনায়তনে ৬০ বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সাইফুদ্দীন আহমেদ।
ব্যাংকের কচুয়া শাখা ব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার মো. আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ব্যাংকের গ্রাহক কচুয়া এন্টারপ্রাইজ এর পরিচালক রুবেল আহমেদ, মেসার্স উজ্জল পল্টি ফার্মের পরিচালক আবুল হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন হারুন এভিনিউ জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শরাফত করিম।
অনুষ্ঠানের শেষ পর্বে পূবালী ব্যাংক লিমিটেডের ৬০ বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক সুধীজন উপস্থিত ছিলেন।
শিরোনাম:
কচুয়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ৬০বর্ষ পূর্তি উদযাপন
Tag :
সর্বাধিক পঠিত