ফরিদগঞ্জ প্রতিনিধি:
সদ্য বদলি হওয়া ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজের স্থলাভিষিক্ত হচ্ছেন সাজিয়া পারভীন। রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সর্বশেষ কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা কুমিল্লা। তিনি জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেছেন বলে সূত্রে নিশ্চিত করেছে। আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার তিনি ফরিদগঞ্জ উপজেলায় যোগদান করবেন।