আরমান কাউসার॥
পাঠক প্রিয় নতুনেরকথাসহ জেলার কয়েকটি দৈনিকে প্রকাশিত “শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের গাফলতিতে হাজীগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষা দিতে পারছে না দুই শিক্ষার্থী” সংবাদটি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম’র দৃষ্টিগোছর হয়। এ বিষয়ে তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়াকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মাদরাসা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগা-যোগ করতে বলেন। বোর্ডের চেয়ারম্যানের সাথে উপজেলা নির্বাহী অফিসার যোগাযোগ করলে সাংসদ রফিকুল ইসলাম বীরউত্তমও ওই দুই বোর্ডের চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা বলে দুই শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রদান করেন।
শুক্রবার সকালে হাটিলা টঙ্গিরপাড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাফাজ্জল হোসেন কুমিল্লা বোর্ডে গিয়ে জেএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপ করে তার প্রবেশপত্র নিয়ে দুপর ১টার মধ্যে হাজীগঞ্জে এসে পৌঁছে মুঠোফোনে নতুনেরকথাকে জানান, আমাদের মাননীয় এমপি মহোদয়ের প্রচেষ্টায় রাব্বির ফরম ফিলাপ সম্পন্ন হয়েছে। আগামীকাল অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষায় রাব্বি অংশগ্রহণ করবে।
আরো পড়ুন: কচুয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৮ হাজার ৩শ ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহন
অপর দিকে রামচন্দ্রপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপালকেও মাদরাসা বোর্ডে প্রেরণ করা হয়। কিন্তু বিভিন্ন জটিলতা থাকায় এ বছর রাকিব হোসেন জেডেসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেননা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া মুঠোফোনে নতুনেরকথাকে জানান, আমাদের মাননীয় এমপি মহোদয়ের চেষ্টায় হাটিলা টঙ্গিরপাড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মো. রাব্বির ফরম ফিলাপ সম্পন্ন হয়েছে। স্যারের নির্দেশে আমিও বোর্ডের সঙ্গে যোগাযোগ করি। সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুমিল্লা বোর্ডে প্রেরণ করা হয়েছে। অপর দিকে বিভিন্ন জটিলতায় রামচন্দ্রপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপালকেও মাদরাসা বোর্ডে প্রেরণ করা হয়। কিন্তু বিভিন্ন জটিলতা থাকায় এ বছর রাকিব হোসেন জেডেসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেনা।