ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় জেডিসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ মুফ্তি মাও মোঃ নূরুল আলম মজুমদারের সভাপতিত্বে ও বাংলা প্রভাষক শাহীন মাহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতার সন্তান মোঃ নাছির উদ্দিন প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়ার রহমান হাতেম, কচুয়া কৃষিক লীগের সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য সাংবাদিক আফাজ উদ্দিন মানিক, অভিভাবক সদস্য আবুল বাশার বকাউল, প্রভাষক মোঃ কবির হোসেন, অভিভাবক সদস্য জাহঙ্গীর আলম প্রমুখ।
পরে ওই মাদ্রাসার জেডিসি পরীক্ষাথীদের সফলতার কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন, মাও. মোস্তফা আনোয়ার। এসময় মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।