সুজন দাস :
হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা লোকনাথ মন্দির প্রাঙ্গণে শুক্রবার সাপ্তাহিক গীতা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সনাতন ধর্মের জ্ঞানের জন্য গীতা স্কুলের শুভ উদ্ধোধন আয়োজন করা হয়। উক্ত গীতা স্কুলে নন্দু দুলাল দাস এর সার্বিক সঞ্চালনায় বিভিন্ন আয়োজন করে থাকে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ চন্দ, সভাপত্বি করেন ধেররা লোকনাথ মন্দিরের সভাপতি হরিদাস, বিশেষ অতিথি হাজীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুজন দাস, শারদাঞ্জলী ফোরাম চাঁদপুর জেলার সদস্যা দিপু পোদ্দার, এই সময়ে সবার উদ্দেশ্যে ধর্মীয় জ্ঞান ও গীতা চর্চা এবং গীতা পাঠের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন ধর্ম প্রচারে উৎসাহিত করে, এই স্কুলে সাপ্তাহিক ধর্মীয় আলোচনা ও গীতার উপদেশ জীবন দশায় কাজে লাগানো এবং প্রাত্যহিক গীতা পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। এ স্কুলে ছোট থেকে ধর্মীয় নৈতিক শিক্ষা দানে কাজ করছে। তাই সবার সহযোগিতার মাধ্যমে আগামীতে আমরা এ ধরনের প্রতিষ্টানকে সামানে এগিয়ে নিয়ে যাবো। এ সময় হাজীগঞ্জ হিন্দ পরিবার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুভজিত দাস, কানাই দাস, মিঠুন, অনুষ্টানটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধেররা সনাতন ধর্মের ছোট থেকে বড় সকল বয়সের ভক্তরা এই গীতার স্কুলে উপস্থিত হয়েছে। এই সময় স্কুল পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের হাজীগঞ্জ হিন্দু পরিবার এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গীতা প্রদান করা হয়। উৎসবে সমাপ্তিতে দেশ ও জাতীর জন্য প্রার্থনা ও মধ্যাহ্নে মহাপ্রভূর ভোগরাগ অন্তে মাহাপ্রসাদ বিতরণ করা হবে।
শিরোনাম:
হাজীগঞ্জের ধেররা লোকনাথ মন্দিরে গীতা স্কুলের উদ্ধোধন
Tag :
সর্বাধিক পঠিত