কচুয়ায় প্রবাসী স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে কচুয়া পৌরসভাধীন কোয়া চাঁদপুর এ ঘটনা ঘটে। এই ঘটনায় প্রবাসী স্ত্রী বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রাবেয়া আক্তার কোয়া চাঁদপুর গাজী বাড়ির শাহ আলম গাজীর মেয়ে ও দোঘর গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।
অভিযোগ সূত্রে প্রবাসী স্ত্রী রাবেয়া আক্তার জানান , বৃহস্পতিবার বিকেলে কোয়া-চাঁদপুর থেকে দোঘর গ্রামে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলে অটোরিকশা চালক ও রিকশা থাকায় অজ্ঞাত এক যুবক রাবেয়া আক্তারকে অচেতন করে দ্রুত অটোরিকশা নিয়ে চলে যায় । সাথে থাকা শরীরে পরিধান কানের দুল, গলার চেইন ও হাতের আন্টিসহ ৩ ভরি স্বর্ণ, সাথে থাকা নগদ ৮০ হাজার টাকা,একটি দামি মোবাইল সেট নিয়ে যায় অটো চালক ও অজ্ঞাত যুবক।
রাবেয়া আক্তার অভিযোগ আরো উল্লেখ করে বলেন ,আমার ছোট দেবর ইব্রাহিম হোসেন ও দেবরের স্ত্রীর মুন্নি আক্তারের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। আমার মোবাইল নাম্বারটি হ্যাক করা হয়েছে ও পাশাপাশি ঘটনার দিন ০১৮২২-১৮৫৪০২ হতে অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে ফোন দিয়ে আমার পারিবারিক সকল তথ্যের বিষয়ে আমাকে অবগত করেন। ঘটনাটি কোন পরিকল্পিতভাবে হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগী।
রাবেয়া আক্তারের বাবা শাহ আলম গাজী জানান, আমার মেয়ে আমার বাড়ি থেকে তার স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর জানতে পারি মেয়ে তার স্বামীর বাড়ীতে যায়নি। ওইদিন রাত ১১টার সময় উপজেলা কাদলা ইউনিয়নের বরইগাঁও-শাহপূর ব্রিজের সাথে একটি বাড়ি থেকে অসচেতন অবস্থা মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। তার সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সকল মালামাল নিয়ে যায়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, অভিযোগটি পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।