• ঢাকা
  • শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুন, ২০২৩
সর্বশেষ আপডেট : ৪ জুন, ২০২৩

হাজীগঞ্জে প্রাণিপুষ্টির উন্নয়নে ঘাস চাষ সম্প্রসারণে খামারিদের মাঝে প্রদর্শনী প্লট ও নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মোহাম্মদ উল্যাহ বুলবুল: হাজীগঞ্জে প্রানীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারন ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে খামারিদের মাঝে প্রদর্শনী প্লট ও নগদ অর্থ বিতরন হয়েছে।

রবিবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া।

বক্তব্যে তিনি খামারীদের উদ্দেশ্য বলেন, প্রত্যেক খামারি ঘাস চাষ করতে হবে। উন্নত জাতের মধ্যে নেপিয়ার পাকচং ঘাস খুবই ভালো এ জাতের ঘাস চাষ করলে খামারী অনেক লাভবান হয়। গরুকে এমন স্বাস্থ্য সম্মত খাবার দিতে হবে যাতে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অল্পতেই যেনো কোনো রোগ গরুকে অসুস্থ্য করতে না পারে, সেজন্য নিয়মিত কাঁচা ঘাস খাওয়াতে হবে। গরু অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেয়ার উপদেশ দেন।

এ সময় তিনি খামারীদের মাঝে প্রদর্শনী প্লট ও ঘাস চাষে স্বাবলম্বী হওয়ার জন্য নগদ অর্থ তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোসা. শরীফা খাতুন, উপ-সহকারী কর্মকর্তা আলী আজগর, সিইএ মাহফুজ আল জয়,১২ টি ইউনিয়নে ১০ জন খামারী বৃন্দ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!