এবার বিদ্যুৎস্পর্শে মা ও শিশুর মৃত্যু

  • আপডেট: ০৩:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ৩৮

ছবি-সংগৃহিত।

এবার বিদ্যুৎস্পর্শে দুই সন্তানসহ মায়ের করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামের গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, শনিবার বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। এতে গৃহবধূ সোনিয়া বেগম, তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর পূর্বে গত ২৬ মার্চ মৌলভীবাজারে ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু ও অপর এক শিশু আহত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ও শিশুও মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় মোট ৬জন মৃত্যুবরণ করেন।

Tag :
সর্বাধিক পঠিত

ফরিদগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

এবার বিদ্যুৎস্পর্শে মা ও শিশুর মৃত্যু

আপডেট: ০৩:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

এবার বিদ্যুৎস্পর্শে দুই সন্তানসহ মায়ের করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামের গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, শনিবার বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। এতে গৃহবধূ সোনিয়া বেগম, তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর পূর্বে গত ২৬ মার্চ মৌলভীবাজারে ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু ও অপর এক শিশু আহত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ও শিশুও মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় মোট ৬জন মৃত্যুবরণ করেন।