রাজধানীর পৃথক স্থান থেকে দুই বোমা উদ্ধার

  • আপডেট: ০৭:৫৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৮০

অনলাইন ডেস্ক:

রাজধানীর পৃথক স্থান থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার মধ্যরাতে পল্টন ও তেজগাঁও এলাকায় বোমা দুটি পাওয়া যায়।

পুলিশ জানায়, মধ্যরাতে খামারবাড়ি সড়কের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে। অন্যদিকে একইসময় পল্টন মোড় থেকে আরেকটি বোমা উদ্ধার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম অর রশিদ জানান, রাতেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এটি রেখেছে তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, পল্টন মোড়ে একটি কার্টনের ভেতর তার প্যাঁচানো বস্তু দেখে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। পরে তারা এসে বোমাটি নিষ্ক্রিয় করে।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে ৪’শ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ম্যারাথন প্রতিযোগিতা

রাজধানীর পৃথক স্থান থেকে দুই বোমা উদ্ধার

আপডেট: ০৭:৫৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯

অনলাইন ডেস্ক:

রাজধানীর পৃথক স্থান থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার মধ্যরাতে পল্টন ও তেজগাঁও এলাকায় বোমা দুটি পাওয়া যায়।

পুলিশ জানায়, মধ্যরাতে খামারবাড়ি সড়কের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে। অন্যদিকে একইসময় পল্টন মোড় থেকে আরেকটি বোমা উদ্ধার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম অর রশিদ জানান, রাতেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এটি রেখেছে তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, পল্টন মোড়ে একটি কার্টনের ভেতর তার প্যাঁচানো বস্তু দেখে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। পরে তারা এসে বোমাটি নিষ্ক্রিয় করে।