মো. মহিউদ্দিন আল আজাদ॥
মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বে উন্নয়ণের রোল মডেল। বিশ^বাসি বাংলাদেশের উন্নয়ণ দেখে বিস্মিত। একটি দেশ এতো তাড়া-তাড়ি কিভাবে এতো উন্নয়ণ হতে পারে। উন্নত দেশগুলো বাংলাদেশকে এখন অনুসরণ ও অনুকরণ করছে।
শনিবার দিনব্যাপী চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়ণমুলক কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এক সময় বাংলাদেশের মাথা পিছু আয় ছিল মাত্র ৫০ হাজার টাকা। এখন আমাদের দেশে মাথা পিছু আয় হচ্ছে ১ লাখ ৫০ হাজার টাক। আগামী বছর এ আয় বেড়ে দাঁড়াবে ২ লাখ ৫০ টাকায়।
তিনি যোগা-যোগ ক্ষেত্র নিয়ে বলেন, বাংলাদেশের বড় বড় ব্রীজ ও রাস্তার কাজ সমাপ্ত হয়েছে। আগামী বছর পদ্ম সেতু চালু হবে। তাহলে বাংলাদেশের চেহারায় পাল্টে যাবে।
বিদ্যুৎ নিয়ে তিনি বলেন, এক সময় বিদ্যুতের জন্য মানুষের হা-হা-কার ছিল। এখন ঘরে ঘরে বিদ্যুৎ আছে। হাজীগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। ২০২১ সালে দেশে বিদ্যুতের আর চাহিদা থাকবেনা। সে সময় বিদ্যুতের অনেক প্ল্যান্ট বন্ধ রাখতেও হতে পারে।
তিনি বলেন, এতো উন্নয়ণ সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কারণে। আওয়ামীলীগ যদি ক্ষমতায় না থাকতো তাহলে দেশে এতো উন্নয়ণ সম্ভব হতো না। জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য নিরলস্ ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি সকাল ৯টায় উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, ১০টায় রাজারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, ১১টায় ৫নং সদর ইউনিয়নের সাতবাড়িয়া-বেতিয়াপাড়া সড়কের উদ্বোধন, ১১.৪০ সুবিদপুর রেলওয়ে-মৈশাইদ সড়কের উদ্বোধন, ১২.১৫ মৈশাইদ-রামপুর বাজার সড়কের উদ্বোধন, ১টায় সাহেব বাজার উত্তম রাইচ মিল-তারাপাল্লা এরশাদ মার্কেট সড়কের উদ্বোধন, ১.৪৫ (হাজীগঞ্জ জিসি রেল স্টেশন) মাতৈন বাজার সড়কের উদ্বোধন, বিকাল ৩.৩০ সাড়াশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন।
এ সব পথ সভায় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহমদ খসরু, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হাদী, আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, মানিক হোসেন প্রধানীয়া, জাকির হোসেন লিটু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোাসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারন সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদি হাছান রাব্বি প্রমূখ।