• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ২২ অক্টোবর, ২০২১

হাজীগঞ্জের সহিংসতা’য় ক্ষতিগ্রস্তদের মাঝে এসপিএস এর সহায়তা প্রধান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর জেলার হাজীগঞ্জের রামপুরে সনাতনী পিলোসোপি এন্ড স্ক্রিপচার (sps) এর ত্রাণ ও মন্দির সংস্কার কাজের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। শারদীয় দূর্গাপুজায় কুমিল্লা নানুয়ার দীঘিরপাড়ের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের ব্যাপক ক্ষতিগ্রস্ত ০৯টি পরিবারকে গতকাল ঢেউটিন, খাদ্য সামগ্রী, রামপুর গ্রামের ২৫০ বৎসরের পুরনো শ্রী শ্রী হরিসভা মন্দির সংস্কারের জন্য সভাপতি ও সম্পাদক বরাবর নগদ ৫,০০০/- টাকা এবং সনাতনী শিক্ষার্থীদেরকে ধর্ম শিক্ষার জন্য গীতার আদর্শলীপি প্রদান করা হয়।

এ সময় এসপিএস এর চাঁদপুর প্রতিনিধি এবং বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘের চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক শ্রীধাম চন্দ্র দাস তার বক্তব্যে সনাতনী পিলোসপি এন্ড স্ক্রিপচার (এসপিএস) এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন ঝচঝ কল্যাণ ট্রাস্ট, sps বিদ্যার্থী কল্যাণ ট্রাষ্ট, ঝচঝ মন্দির নির্মান ও সংস্কার ট্রাস্ট, ঝচঝ স্বাস্থ্য বাতায়ন, sps জব ইউ›েডা, ঝচঝ শাস্ত্র গবেষনা কমিটি, ঝচঝ ম্যান পাওয়ার প্রজেক্ট, ঝচঝ গণপাঠাগার, sps চ্যারেটি শপ এবং sps শিশু শিক্ষা কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং সনাতনীদের যেকোন সমস্যায় sps কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং sps শিশু শিক্ষা কার্যক্রম কর্তৃক প্রকাশিত গীতার আদর্শলিপি সনাতনী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘের সভাপতি প্রদীপ কুমার দাস তার বক্তব্যে সনাতনী শিক্ষার্থীদের গীতা স্কুল মুখী করা এবং সনাতনী শিক্ষায় আদর্শলিপির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, চাঁদপুর শাখার সহ-সভাপতি, রতন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক, রামপুর সার্বজনীন দূর্গাপূজা ও উদযাপন কমিটি সভাপতি বিদেশ সাহা, সাধারণ সম্পাদক দিপক সাহা, কোষাধ্যক্ষ সঞ্জয় সাহা, রামপুর গৌর নিতাই মন্দির এর সভাপতি পাপন সাহা, সাধারণ সম্পাদক যতন সাহা, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, চাঁদপুর শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক-ক্লিন্টন তালুকদার, কোষাধ্যক্ষ মিঠুন দাস, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক দোলন দাস, দুর্গা বাহিনী উপ্তি সাহা, পিংড়া গীতা স্কুলের শিক্ষক সমর চন্দ্র সূত্রধর ও সোনাইমুড়ী গীতা স্কুলের শিক্ষক সাগর শীল, রামপুর গীতা স্কুলের শিক্ষক অনিক সাহা, প্রদীপ সাহা ও অসিত সাহা প্রমূখ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!