• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২০

শাহরাস্তিতে করোনা ভাইরাস প্রতিরোধে ২ দিনে মোবাইল কোর্টে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা      

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

 মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

গত ১৮  ও ১৯ মে-২০২০,  সোমবার ও মঙ্গলবার   জেলা প্রশাসক, চাঁদপুর  নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি এর তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে শাহরাস্তি উপজেলার বিভিন্ন বাজারে  ম‌নিট‌রিং  করা হয়  এবং বি‌ভিন্ন এলাকায়  ‌মোবাইল কো‌র্টের মাধ্য‌মে সোমবার ও মঙ্গলবার লকডাউন অমান্য করে মার্কেট করায় এবং হোম কোয়ারেন্টাইন না মানায়   ৪৫ মামলায় অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলার খেড়িহর বাজার, সুচিপাড়া বাজার, কালীবাড়ি, দোয়াভাঙ্গা,  উয়ারুক বাজার,  ও রাড়া বাজারে গত দুই দিনে
৪৫টি  মামলায় ১লাখ ৬৮ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজি মোঃ উজ্জল হোসেন     ।

মোবাইল কো‌র্টে সহায়তা ক‌রেন শাহরা‌স্তি থানার পু‌লিশ ফোর্স। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আকতার।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!