• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৩ নভেম্বর, ২০২৩

শাহরাস্তিতে ৩ বিএনপি কর্মীকে গ্রেফতার

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুরের শাহরাস্তিতে নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তাদেরকে চাঁদদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর উপজেলার কালিয়াপাড়া এলাকায় নাশকতার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মধ্য পাড়া চৌধুরী বাড়ীর শহিদুল ইসলামের পুত্র সাজ্জাদুল ইসলাম (২০), একই গ্রামের পূর্ব পাড়া পাটোয়ারী বাড়ির মৃত আব্দুল মুনাফের পুত্র মো. মাসুদ আলম (৩২) ও পৌরসভার শ্রীপুর পাটোয়ারী বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মো. মনির হোসেনকে (২৭) গ্রেফতার করা হয়।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সক্রিয় কর্মী। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!