শাহরাস্তির বাসিন্দা যাত্রাবাড়ী থানার উত্তর রায়েরবাগ এলাকার ব্যবসায়ী মো.রুবেলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
জানা যায়, মো.রুবেল আহাদ কনজ্যুমার প্রোডাক্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন,তাঁর মালিকানাধীন কয়েকটি পন্য সরকারের বিএসটিআই অনুমোদিত হয়ে বাজারে সরবরাহ করা হচ্ছে, তার উৎপাদিত পণ্যগুলো নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজার দখলে নেওয়ার চেষ্টা করে তাকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
আহাদ কনজ্যুমার প্রোডাক্টের মালিক মো.রুবেল আহাদ জানান, গত কয়েকমাসে আমার নামে ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও কাফরুল থানায় তিনটি মামলা দায়ের করা হয়, আমার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মামলা নম্বর :৮০ মামলার তারিখ :১৯/৩/২০২৫ ধারা :৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধিত ২০২০)তৎসহ ৮(১)/৮(২)পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ গনধর্ষণ করত :মোবাইলে ভিডিও ধারণ করার অপরাধ। মো. রুবেল ৮ নম্বর আসামি করা হয়।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মামলা নম্বর ৩২ ২৪অক্টোবর ২০২৪ মামলায় ১৪৩/৩৪২/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ দ্যা পেনাল কোড ১৮৬০আইনি জনতাবদ্ধে গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর রক্তাক্ত জখম সহ হুমকি প্রদান করার অপরাধে ১৩ নং আসামি করা হয়।
এছাড়াও কাফরুল থানায় মামলা নম্বর: ০৩ মামলার তারিখ :০৪ ফেব্রুয়ারি ২০২৫ আইনের ৯(৩)/৩০নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধিত ২০২০) :গণধর্ষণ ও সহায়তা করার অপরাধে ১১ নং আসামি করা হয়।
মো. রুবেল জানান,এই মামলাগুলোতে উল্লেখিত অভিযোগের সাথে আমি কোনভাবেই জড়িত নই,আমাকে ব্যবসায়িকভাবে ক্ষতি করার জন্য এই মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে, আমি এই মামলাগুলোর সঠিক তদন্তের জন্য পুলিশের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি আমি আশাকরি পুলিশের উদ্বর্তন কতৃপক্ষের তদন্ত সাপেক্ষে আমাকে মুক্তি দিয়ে আমাকে যারা হয়রানি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেব।