কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বাতিল করার দাবি জানিয়েছে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং এই হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে এম রাজিবুল ইসলাম তালুকদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। এর অধীনে থেকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনের নেতাকর্মী জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু জুলাই বিপ্লবপরবর্তী সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন। গণ-অভ্যুত্থানের পরে এই প্ল্যাটফর্মের কাজ শেষ হলেও ইউনিয়ন পর্যন্ত এর কমিটি দেওয়া হয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বাতিল চাচ্ছি।
পারভেজ হত্যাকাণ্ডে দোষীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু হোরায়রা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অনেক বেশি। এ কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘টার্গেট কিলিং’ করা হচ্ছে। একটি রাজনৈতিক মহল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিতে এই হত্যাকাণ্ড চালাচ্ছে।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মটি বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে রাজনীতিতে আসতে না পারেন, অনেকে সে জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ছেলের হত্যার বিচার দাবি করে নিহত জাহিদুল ইসলামের বাবা জসিম উদ্দিন বলেন, যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী, সহসভাপতি তারিকুল ইসলাম তারেক, শাহ নিয়াজ রাহাত, ফেরদৌস আহমেদ রুবেল, মোহাম্মদ সাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সোলায়মান কাদের প্রমুখ বক্তব্য দেন।