• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ১০ এপ্রিল, ২০২০

সড়কে লাঠি হাতে সন্ত্রাসী স্টাইলে এরা কারা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবিটি হাইমচর উপজেলা উত্তর আলগী বাজারের ঘটনা।

গাজী মহিনউদ্দিন:

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার পাড়া মহল্লায় লাঠি হাতে দলবদ্ধ হয়ে সন্ত্রাসী স্টাইলে “লকডাউন”র নামে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এসব কিশোর-যুবক কারা। এদের নিয়ে গত লকডাউনের পর থেকে বা এরও পূর্বের কয়েকদিন (সামাজিক যোগাযোগ মাধ্যম) ফেইসবুকে সড়কে লাঠি হাতে মাস্ক লাগিয়ে লকডাউন পালন করছে। এদের ভয়ে করোনাও পালিয়ে যাবে বলে অনেকে ফেইসবুকে লিখেছে।

এসব কিশোর যুবকদের আচরণ খুবই হতাশা জনক ও দূঃখ জনক। এরা রাস্তায় চলাচল করা মানুষকে মানুষ ভাবেনা তারা মনে করে এরা সবাই তাদের মতো।

তারাতো কোন মানুষকে সম্মান করেইনা বরং দল বেঁধে লকডাউন কার্যকরার নামে করোনা ছড়াচ্ছে। সারা রাত জেগে থেকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। রাস্তায় ব্যারিকেড দিয়ে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

আরো পড়ুন: “লকডাউন” ঢাকা থেকে আসা প্রাইভেটকার ফিরিয়ে দিলো পুলিশ

এসব কিশোর যুবকরা রাস্তায় ইট, গাছে গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে রাতের অন্ধকারে চলাচলকরা মোটরবাইক, রিক্সারোহীরা দূর্ঘটনায় পতিত হয়ে মারত্মকভাবে আহত হচ্ছে।

৮ এপ্রিল রাতে হাইমচর উপজেলার আলুর বাজারে উৎসক কিশোর যুবকরা রাস্তায় গাছের গুঁড়ি ও ইটপাটকেল ফেলে অবরোধ সৃষ্টি করে। এতের রাতের আঁধারে পথিক রিক্সাযোগে বাড়ীতে যাওয়ার সময় দূর্ঘটনায় পতিত হয়ে চোখে ও মুখে মারত্মক আঘাত প্রাপ্ত হন।

আরো পড়ুন: সন্ধ্যা ৬টার পর বের হলেই আইনী ব্যবস্থা: প্রজ্ঞাপনজারি

চাঁদপুরের সাংবাদিক আশিক বিন রহিম ৯ এপ্রিল তার ফেইসবুকে লিখেছেন, রাতে অফিস শেষে বাসায় যাওয়ার পথে দেখি একদল যুবক ও কিশোর সড়কে লাঠি হাতে চেছামেছি করছে। জিজ্ঞেস করার পর তারা বললো, তারাতারি বাড়ী যান। আপনার কোন কাজ আছে। ওই সাংবাদিক ফেইসবুকে লেখেন তাদেরকে আমরা সবাই চিনি, তাদের ব্যবহার প্রসঙ্গে আমরা অবগত তাই তারা তারি স্থান ত্যাগ করলাম।

সম্প্রতি সময়ে (৯ এপ্রিল) দুপরে বাকিলা বাজারে দেখা যায় একদল যুবক লাঠি হাতে চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে সিএনজি বা অটো আসতে বাঁধা দিচ্ছে। তারা করোনা ভাইরাস ছড়াচ্ছে বলে সিএনজিতে থাকা অনেক যাত্রী মন্তব্য করতে শোনাযায়।

আরো পড়ুন: সড়কে গাছ ফেলে নয়, লকডাউন হোক প্রশাসনের নজরদারিতে

এ ছাড়াও জেলার অনেক স্থানে যুবকরা স্ব-স্ব উদ্যোগে তাদের এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়েছে। ওই সব যুবকরা কি একবারও ভাবছে? এ এলাকায় এ্যাম্বুল্যান্স বা জরুরী পরিষেবার গাড়ী কিভাবে চলবে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি দেয়া উচিত। আর অতি উৎসাহী হয়ে কেউ কাজ করে বিপদ ডেকে আনবে বলে মনে করেন স্থানীয়রা।

১০ এপ্রিল,শুক্রবার:

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!