• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০

জমে উঠেছে চাঁদপুরের আঞ্চলিক এসএমই পন্য মেলা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

চাঁদপুরে এসএমই ফাউন্ডেশন আয়োজিত সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পন্য মেলা শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা ও দর্শকদের সমন্বয়ে এ এসএমই মেলা জমে উঠেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মেলায় গিয়ে এ চিত্র লক্ষ করা হয়।
প্রতিদিনের ন্যায় সকাল ১১টায় মেলাতে শুরু হয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কৃত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া।
বিকাল ৪টায় শুরু হয় সুনামগঞ্জ থেকে আগত আনোয়ার ও এনামুল সাপুরিয়ার আকর্ষনীয় সাপ খেলা। এ খেলা দেখে দর্শকেরা প্রচুর ভিড় জমায়, সাথে সাথে তারা খুশি ও আনন্দিত হন।


পরে একইদিনে একইস্থানে সন্ধ্যায় পরিবেশিত হয় রংধনু সাংস্কৃতিক সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলায় রয়েছে ছোট ছোট শিশুদের জন্য নাগরদোলা ও রাইডার।
প্রসঙ্গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সপ্তাহব্যাপী এই আঞ্চলিক এসএমই মেলার উদ্ধোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান। মেলায় বিভিন্ন রকমের উদ্যেক্তোদের ৫০টি স্টল রয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!