• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ১ জুলাই, ২০১৯

শিক্ষা জীবনে উচ্চ মাধ্যমিকের দু-বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১জুলাই) সোমবার সকাল ১০টায় কলেজের এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের (৪তলা )হলরুমে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ কলেজ থেকে তোমাদের মধ্য থেকে একদিন সচিব, ম্যাজিস্ট্রেট ও উচ্চ শিক্ষিত নাগরিক হবে। হাইস্কুল থেকে কলেজ একটু ভিন্ন পরিবেশ। এ কলেজের প্রতি আমার শুভ কামনা। এ প্রতিষ্ঠানের সুন্দর একাডেমিক ভবন আমাকে মুগ্ধ করেছে। এ রকম একটি কলেজ গ্রামে প্রতিষ্ঠা করা সত্যিই কঠিন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এ কলেজই যথেষ্ট। আমি নিজেও একটি গ্রামের অজোপাড়া গাঁয়ের কলেজ থেকে উঠে এসেছি। আমি সফলতা অর্জন করতে পারলে তোমরা পারবা না কেন।

তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে শিক্ষার মানেরও উন্নয়ন ঘটাতে হবে। এ বছর পৌনে ৪লক্ষ বিসিএস দিয়েছে। পৃথিবীতে এমন রাষ্ট্র আছে, যেখানে এত লোক সংখ্যাই নেই।প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালো লেখাপড়ার বিকল্প নেই। ভালো ইংরেজী জানতে হবে, ইংরেজী আমাদের বিসিএস সহায়তা করেছে। তথ্য প্রযুক্তিতে জ্ঞান থাকতে হবে। নিজেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। লেখা-পড়া করে ভালো মানুষ হতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের মেট্রোরেল, পদ্মাসেতু, পারমানবিক বিদ্যুত কেন্দ্র হচ্ছে। আমরা এখন দেশপ্রেমিক নাগরিক চাই। শিক্ষা জীবনের উচ্চ মাধ্যমিকের দু-বছর অত্যন্ত গুরুত্বপূর্ন। শিক্ষক ও বাবা-মাকে সম্মান করতে হবে। অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী একজন শিক্ষাবান্ধব ব্যক্তি। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য অনুষ্ঠানের সভাপতিকে ধন্যবাদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, আজকের দিনটি একাদশ শ্রেনির শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ন। এ প্রতিষ্ঠানে ৭০-৮০ভাগ শিক্ষার্থী মেয়ে। ১৯৭০সালে শিক্ষাবিদ আমার দাদা মরহু,ম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষার্থীদের কষ্ট লাগবে গ্রামে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এ প্রতিষ্ঠান থেকে অনেক জ্ঞানী-গুনী পাস করে গেছেন। এ কলেজের শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ব-বিদ্যালয়েও অধ্যায়ন করছে।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সহযোগিতায় আমরা কলেজে বহুতল ভবনটি পেয়েছি। শাহতলী কামিল মাদরাসায় একটি ৪তলা একাডেমিক ভবন অনুমোদন হয়েছে। এছাড়াও এলাকার সকল প্রতিষ্ঠানে নতুন ভবন দিয়েছে এ সরকার। এ সরকার শিক্ষাবান্ধব সরকার, তাই এ বাজেটে শিক্ষায় সব্বোর্চ গুরুত্ব দিয়েছে। এ এলাকার সকল প্রতিষ্ঠানে নতুন ভবন দিয়েছে এ সরকার। এ অঞ্চলে নারী শিক্ষায় ব্যাপক গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠান। তাই আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে।

তিনি আরো বলেন, এ কলেজে একটি আইসিটি ল্যাব রয়েছে। সেখানো তোমরা কম্পিউটার শিখতে পারবে। আমাদের চাঁদপুরের প্রাক্তন জেলা প্রশাসক সবুর মন্ডল স্যার বলেছেন যাদের আইসিটি জ্ঞান নেই তারা অন্ধ ও মূর্খ। বর্তমান যুগে আইসিটির বিকল্প নেই। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি একজন জনবান্ধব অফিসার। তিনি পরিশ্রমী ও সৎ ব্যক্তিত্বের অধিকারী। জাটকা নিধন বন্ধে এ বছর তিনি গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো: কামাল হাজী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক আলেয়া চৌধূরী, কৃষি বিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: হানিফ মিয়া, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: মানিক মিয়া, জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: হাবিবুর রহমান, উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনির মানবিক বিভাগের শিক্ষার্থী ইফরাত জাহান সাবিহা, বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মো: হারুন-অর রশিদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, ভুগোল বিষয়ের সহকারি অধ্যাপক গোলাম সারওয়ার, যুক্তিবিদ্যা বিষয়ের সহকারি অধ্যাপক শামীমা আক্তার, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, কলেজের সমাজকর্ম বিষয়ের প্রভাষক মো: নুরুল বাতেন, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, আইসিটি বিষয়ের প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, অর্থনীতি বিষয়ের প্রভাষক ফারজানা আক্তার, রসায়ন বিষয়ের প্রভাষক মো: মাহবুবুর রহমান, জবি বিজ্ঞান বিষয়ের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, পৌরনীতি বিষয়ের প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, উৎপাদন ও বিপনন বিষয়ের প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: মোস্তফা খান, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী নাঈম আহামদ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!