শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাহুতপাড়া নামক স্থান থেকে ইয়াবা ব্যবসায়ী নগরবাড়ি গ্রামের সোহাগ হাওলাদারের ছেলে মনির হাওলাদার, সুজনকাঠী গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে সরোয়ার সরদার, রাহুতপাড়া গ্রামের জোগেস সরকারের ছেলে পরিতোষ সরকার, বরিশালের পলাশপুরের সালাম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদারকে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই শাহাবুদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন, যার নং-৮(১২-১০-২০১৯)। অন্যদিকে উপজেলার কালুরপাড় নামক স্থান থেকে নগরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে মারুফ হোসেন দোলন, হাবিব হাওলাদারের ছেলে আমিন হাওলাদার ও সুজনকাঠী গ্রামের নুরুল হক মোল্লার ছেলে মহিদুল মোল্লাকে ৫৫ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের এসআই জামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন, যার নং-৭(১১-১০-২০১৯)। গ্রেফতারকৃতদের শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।