শফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার :
ইতিহাস ঐতিহ্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, দক্ষিন এশিয়ার অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন–বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ,আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগ সভাপতি এ্যাড. কাসেম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আবু সালেহ্ মোঃ লিটন উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগ সভাপতি শ্রদ্ধাভাজন শিক্ষক বাবু সুনীল কুমার বাড়ৈ,, সহ- সভাপতি, ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক বাবু বিপুল দাস সহ আওয়ামিলীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়