গাজী মহিনউদ্দিন:
রোটারি ক্লাব অব হাজীগঞ্জের ২০১৯-২০ রোটা বর্ষের প্রথম সভা ও গভর্নর অফিসিয়াল ক্লাব ভিজিট করা হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যায় ক্লাব হলরুমে অফিসিয়াল ক্লাব ভিজিট করেন প্রধান অতিথি রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের গভর্নর লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. আশফাকুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন স্বাধীণতা প্রদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, গভর্নর নমিনী আবু ফয়েজ খান চৌধুরী, ডিপুটি গভর্নর রোটা. আলী আশ্রাফ দুলাল এসিস্যান্ট গভর্নর মফিজ সরকার, সাবেক ডিস্ট্রিক সেক্রেটারী আবু আজমল পাঠান, রোটারী ক্লাব অব লক্ষ্মীপুর সার্টার প্রেসিডেন্ট সালাউদ্দিন আহম্মেদ ভূঁইয়া, প্রেসিডেন্ট ইলেক্ট আলী আশ্রাফ দুলাল, পি পি সেলিম মিয়া, পি পি গৌতম সাহা, আই পিপি জাফর আহম্মেদ, প্রেসিডেন্ট ইলেক্ট মাসুদ ইবনে মিজান নিশান, সেক্রেটারী জিএম ইমাম হোসাইন ইমন, জয়েন্ট সেক্রেটারী নূরে রহমান নবীন, জাকির হোসেন মিয়াজী প্রমুখ।
এক্সক্লুসিভ মিটিং এ রোটারি গভর্নর বলেন, রোটারি ইন্টারন্যাশনাল এ বছরের জন্য যেসব অগ্রাধিকার ঘোষণা করেছেন সেগুলো হচ্ছে বিশ্বব্যাপী রোটারি ক্লাব সমূহের সদস্য সংখ্যা বৃদ্ধি করে মানবতার জন্য কল্যাণকর কর্মকান্ডের প্রসার ঘটানো, যুব প্রজন্ম ও পরিবারকে রোটারি কর্মকান্ডে সম্পৃক্তকরণ। কারণ এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ রোটারির প্রতি যতই আগ্রহী হবে ততই মঙ্গল হবে রোটারির। কল্যাণ হবে অবহেলিত মানুষের।
এদিকে লক্ষ্মীপুর সার্টার প্রেসিডেন্ট সালাউদ্দিন আহম্মেদ ভূঁইয়া রোটারী ক্লাব হাজীগঞ্জকে নিজস্ব ভবন নির্মাণের জন্য ৫ শতক জায়গা দেওয়ার আশ্বাস দেন।
শিরোনাম:
রোটারি ক্লাব অব হাজীগঞ্জ এর গভর্নর অফিসিয়াল ক্লাব ভিজিট
Tag :
সর্বাধিক পঠিত