নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে সাড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। বাগাদী ইউনিয়নের পশ্চিম নানুপুর গ্রামে ৩টি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলায় সোয়া ১২টায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশিদ ও পুলিশ পরিদর্শক নিরস্ত্র আব্দুর রব সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকের বিরুদ্ধে পশ্চিম নানুপুর গ্রামের মৌলভী বাড়ি, কবিরাজ বাড়ি ও মোক্তারের বাড়িতে ব্লক রেড অভিযান দেওয়া হয়।
পুলিশ জানায়, অত্র এলাকার মাদক সম্রাট মুসা এলাকার সবচেয়ে বড় মাদক কারবারী। সে বাড়িতে ও আশেপাশের এলাকায় ইয়াবার রাজত্ব কায়েম করছে। তার সাঙ্গপাঙ্গদের মধ্যে মুসা, জহির, আকবর, বাগাদী চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে যুব সমাজকে বিপদগ্রস্থ করে তুলছে। মৌলভী বাড়িতে অভিযান চালিয়ে মজিবুর রহমান খানের ছেলে ফয়সাল খান (২৭) কে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। মুসা ছাড়াও মাদক ব্যবসায়ি মুক্তারের মাদকের বড় আস্তানা রয়েছে। তার সাঙ্গপাঙ্গদের আমরা পযবেক্ষনে রেখেছি।
স্থানীয়রা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে। তারা বলেন, এভাবে অভিযান পরিচালনা করলে আমরা বিশ্বাস করি মাদকাসক্তরা স্বাভাবিক জীবনে ফিরেআসবে।
আটক ফয়সাল খানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে মামলাদায়েরের প্রস্তুতি নিয়েছে।
শিরোনাম:
বাগাদীতে ওসির নেতৃত্বে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ॥ আটক ১
Tag :
সর্বাধিক পঠিত