অনলাইন ডেস্ক:
নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করেছে নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান।
রোববার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। তুফান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
আহত ট্রাফিক ইন্সপেক্টর নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ তুফানকে থানায় নিয়ে যায়। তবে তার আটকের বিষয় নিশ্চিত করেনি পুলিশ।
পুলিশ জানায়, নড়াইল পুরাতন বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে সড়কে বেপরোয়া মোটরসাইকেলচালক এক তরুণকে আটক করে ট্রাফিক পুলিশ। কাগজপত্রহীন গাড়িটি পুলিশ না ছাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রথমে ট্রাফিক ওই পুলিশকে ফোন করেন। পরে তুফান এসে দলবল নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এ ঘটনায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান আহত হন।
বেশ কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন সড়কে তরুণদের বেপরোয়া গাড়ি চালনা বিষয়ে অভিযান পরিচালনা করছে ট্রাফিকসহ গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এরই অংশ হিসেবে আজ যৌথ অভিযান চলছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) পুলিশের পক্ষ থেকে কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, “আমরা ঘটনাটি অনুসন্ধান করছি। ঘটনা বিস্তারিত জেনে তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”