জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ র্যাব-৬, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় গ্রেফতার হয়েছে ৪ জন।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার হাসানহাটি গ্রামের বাবর আলীর ছেলে ইসমাইল হোসেন, বহালগাছি গ্রামের মতলেব মন্ডলের ছেলে আমির হোসেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মেহেদী ও যশোরের চৌগাছা উপজেলার বড় খানপুর গ্রামের ওহিদুল সরদারের ছেলে আব্দুল আলীম। ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই (বুড়া) গ্রামের মুচি পাড়া এলাকা থেকে এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ইসমাইল ও আমিরকে গ্রেফতার করা হয়।
এছাড়া দামুড়হুদার পরানপুর গ্রাম থেকে ৩০১ বোতল ফেনসডিলসহ গ্রেফতার করা হয় মেহেদী হাসানকে। একই দিন মহেশপুর উপজেলার আলঅমপুর ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী আব্দুল আলীমকে।