অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের সদর উপজেলায় বাবার মোটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার সময় সড়কে প্রাণ গেল রবিউল ইসলাম (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের। বুধবার সন্ধ্যায় উপজেলার জয়পুরহাট-আক্কেলপুর সড়কের শুক্তাহার নামক স্থানে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সে নিহত হয়। নিহত রবিউল সদর উপজেলার বেপারীপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে। সে দাদড়া জন্তিগ্রাম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলটি তার বাবার। বাজার করার জন্য মোটরসাইকেল দিয়ে রবিউলকে জামালগঞ্জ বাজারে পাঠানো হয়।
জয়পুরহাট সদর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, রবিউল বাবার মোটরসাইকেল নিয়ে জামালগঞ্জ বাজারে যাচ্ছিল। শুক্তাহার এলাকায় পৌঁছলে জয়পুরহাটগামী একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়।