নিজস্ব প্রতিবেদক:
পদোন্নতি জনিত বদলি হওয়া চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবিরকে অতিরিক্ত ডিআইজি র্যাংক ব্যাচ পরিয়ে দিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ও চাঁদপুরের কৃতি সন্তান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকায় পুলিশ হেড কোয়াটারে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই র্যাংক ব্যাচ পড়ানো হয়। এই সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে আজই সকালে জিহাদুল কবির চাঁদপুর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। শনিবার রাতে শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ এ জেলা পুলিশ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয় জিহাদুল কবিরকে।
উল্লেখ্য, অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম, পিপিএম চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে ১ বছর ২৪দিন অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।