অনলাইন ডেস্ক:
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাসান বাহিনীর প্রধানসহ চার বনদস্যু নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে মোবাইলে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাব টহল শুরু করলে বনদস্যু হাসান বাহিনী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।
আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে। পরে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাহিনী প্রধান হাসানসহ চার বনদস্যুর মরদেহ উদ্ধার করে।
এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।