এক ডিসির অফিস বালাখানা, আরেক ডিসি জমিদারের খাট বাড়িতে নেয়!

  • আপডেট: ০৮:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯
  • ২৬

notunerkotha.com

এক ডিসির অফিস বালাখানা, আরেক ডিসি জমিদারের খাট বাড়িতে নেয়! ডিআইজি লম্পট লুটেরা, ওসি গণধর্ষণের নেতা, সচিবের সাথে স্কুল শিক্ষিকার সরাসরি যোগাযোগ প্রভাব! মাদ্রাসা শিক্ষক ইমাম ধর্ষক! বিচারপতিদেরও অব্যাহতি ঘটছে। সমাজের নষ্ট একটি ক্ষুদ্র অংশ দেশটাকে শেষ তলানিতে নিচ্ছে।

একদল সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ, ধর্ষক, লুটেরা, সংখ্যায় কম হলেও দেশের উন্নয়ন ধূসর করে দিচ্ছে! আইন নীতি নৈতিকতার ধার ধারছে না। ক্ষমতার দম্ভে এরা উন্মাসিক, বেপরোয়া। মূল্যবোধহীন সমাজকে কলুষিতই করছে না, লোভ ও কামের নেশায় উন্মত্ত করে তুলছে। কোনো কোনো মন্ত্রী ব্যর্থতার নজির রাখছেন। একদল এমপি গণমুখী দায়িত্ব ছেড়ে আখের গোছানোতে ব্যস্ত।
এদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। গণপ্রতিরোধ অনিবার্য হয়ে উঠেছে। সন্ত্রাসবাদ, মাদক, জঙ্গিবাদের মতো জিরো টলারেন্স নীতি গ্রহণ জরুরি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

এক ডিসির অফিস বালাখানা, আরেক ডিসি জমিদারের খাট বাড়িতে নেয়!

আপডেট: ০৮:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯

notunerkotha.com

এক ডিসির অফিস বালাখানা, আরেক ডিসি জমিদারের খাট বাড়িতে নেয়! ডিআইজি লম্পট লুটেরা, ওসি গণধর্ষণের নেতা, সচিবের সাথে স্কুল শিক্ষিকার সরাসরি যোগাযোগ প্রভাব! মাদ্রাসা শিক্ষক ইমাম ধর্ষক! বিচারপতিদেরও অব্যাহতি ঘটছে। সমাজের নষ্ট একটি ক্ষুদ্র অংশ দেশটাকে শেষ তলানিতে নিচ্ছে।

একদল সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ, ধর্ষক, লুটেরা, সংখ্যায় কম হলেও দেশের উন্নয়ন ধূসর করে দিচ্ছে! আইন নীতি নৈতিকতার ধার ধারছে না। ক্ষমতার দম্ভে এরা উন্মাসিক, বেপরোয়া। মূল্যবোধহীন সমাজকে কলুষিতই করছে না, লোভ ও কামের নেশায় উন্মত্ত করে তুলছে। কোনো কোনো মন্ত্রী ব্যর্থতার নজির রাখছেন। একদল এমপি গণমুখী দায়িত্ব ছেড়ে আখের গোছানোতে ব্যস্ত।
এদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। গণপ্রতিরোধ অনিবার্য হয়ে উঠেছে। সন্ত্রাসবাদ, মাদক, জঙ্গিবাদের মতো জিরো টলারেন্স নীতি গ্রহণ জরুরি।