মেক্সিকোতে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত ৬জন নিহত

  • আপডেট: ১০:২৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
  • ১০৩

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর উত্তর কেন্দ্রীয় প্রদেশ কেরেতারোর বনে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে নৌবাহিনীর পাঁচজন ক্রু এবং জাতীয় বন বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে গত শুক্রবার পানি নিয়ে সিয়েরা গর্ডার নামে পার্বত্য অঞ্চলের দিকে যাচ্ছিল রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি। একপর্যায়ে উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত জালপান দে লা সিয়েরা শহরের কাছে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। গতকাল হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে ছয়জনের মৃত্যুর কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ।

এরই মধ্যে হেলিকপ্টার বিধ্বস্তের খবর পেয়ে গত শুক্রবার কর্মকর্তাদের সঙ্গে এক মিনিট নীরবতা পালন করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে প্রচণ্ড গরম ও শুষ্ক অবস্থায় বনে দাবানলের ঘটনা ঘটছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মতলব দক্ষিণের মুন্সিরহাটে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান 

মেক্সিকোতে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত ৬জন নিহত

আপডেট: ১০:২৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর উত্তর কেন্দ্রীয় প্রদেশ কেরেতারোর বনে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে নৌবাহিনীর পাঁচজন ক্রু এবং জাতীয় বন বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে গত শুক্রবার পানি নিয়ে সিয়েরা গর্ডার নামে পার্বত্য অঞ্চলের দিকে যাচ্ছিল রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি। একপর্যায়ে উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত জালপান দে লা সিয়েরা শহরের কাছে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। গতকাল হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে ছয়জনের মৃত্যুর কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ।

এরই মধ্যে হেলিকপ্টার বিধ্বস্তের খবর পেয়ে গত শুক্রবার কর্মকর্তাদের সঙ্গে এক মিনিট নীরবতা পালন করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে প্রচণ্ড গরম ও শুষ্ক অবস্থায় বনে দাবানলের ঘটনা ঘটছে।