হাজীগঞ্জে পৌর আ’লীগের নেতৃবৃন্দের সাথে আবু নঈম পাটওয়ারী দুলালের মতবিনিময়

শেখ হাসিনাকে টার্গেট করেছে আর্ন্তাজাতিক ষড়যন্ত্র আ.লীগকে ঐক্যদ্ধভাবে মোকাবেলা করতে হবে

হাজীগঞ্জ পৌরসভার হলরুমে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। পাশে পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন ও উপজেলা আওয়ামলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী।

হাজীগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে রোববার (২৮ জুলাই) দুপুরে পৌর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ ও ১৯ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) হাজীগঞ্জে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের দলীয় নেতা-কর্মীদের সাথে এ মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হামলায় আহত নেতাকর্মীর বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, শেখ হাসিনাকে টার্গেট করেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, ১৮ ও ১৯ জুলাই কারা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করলো। এরা কারা। ছাত্রদের পক্ষে এমন নৈরাজ্য সৃষ্টি করা সম্ভব নয়। ছাত্র আন্দোলনের সাথে মিশে বিএনপি জামায়াত এ নৈরাজ্য, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে দেশদ্রোহী এ ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। এ জন্য যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি আওয়ামী লীগের ইউনিট খুবই শক্তিশালী। কে কার লোক, সেটা বিষয় নয়। আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম মিয়া, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠু, পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠু।

এ সময় আরও বক্তব্য রাখেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাসুদ রানা ডন ও সাবেক ছাত্রনেতা রিয়াদ বলি প্রমুখ।

সভায় আওয়ামী লীগ নেতা সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, অধ্যাপক স্বপন কুমার পাল, পৌর কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম, মো. মাঈনুদ্দিন মিয়াজী, মো. আলাউদ্দিন মুন্সী, সুমন তপদার, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, মো. শাহআলম, আহসান উল্যাহ মৃধা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে খাঁটি গরুর দুধ বিক্রর নামে প্রতারণা

হাজীগঞ্জে পৌর আ’লীগের নেতৃবৃন্দের সাথে আবু নঈম পাটওয়ারী দুলালের মতবিনিময়

শেখ হাসিনাকে টার্গেট করেছে আর্ন্তাজাতিক ষড়যন্ত্র আ.লীগকে ঐক্যদ্ধভাবে মোকাবেলা করতে হবে

আপডেট: ০৭:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

হাজীগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে রোববার (২৮ জুলাই) দুপুরে পৌর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ ও ১৯ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) হাজীগঞ্জে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের দলীয় নেতা-কর্মীদের সাথে এ মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হামলায় আহত নেতাকর্মীর বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, শেখ হাসিনাকে টার্গেট করেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, ১৮ ও ১৯ জুলাই কারা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করলো। এরা কারা। ছাত্রদের পক্ষে এমন নৈরাজ্য সৃষ্টি করা সম্ভব নয়। ছাত্র আন্দোলনের সাথে মিশে বিএনপি জামায়াত এ নৈরাজ্য, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে দেশদ্রোহী এ ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। এ জন্য যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি আওয়ামী লীগের ইউনিট খুবই শক্তিশালী। কে কার লোক, সেটা বিষয় নয়। আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম মিয়া, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠু, পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠু।

এ সময় আরও বক্তব্য রাখেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাসুদ রানা ডন ও সাবেক ছাত্রনেতা রিয়াদ বলি প্রমুখ।

সভায় আওয়ামী লীগ নেতা সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, অধ্যাপক স্বপন কুমার পাল, পৌর কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম, মো. মাঈনুদ্দিন মিয়াজী, মো. আলাউদ্দিন মুন্সী, সুমন তপদার, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, মো. শাহআলম, আহসান উল্যাহ মৃধা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত।