• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৭ জানুয়ারি, ২০২৪

চাঁদপুরে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে অসহায় ও গরীব ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত স্থানীয় চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চান্দ্রা বাজার ব্লাড ডোনার কমিউনিটি’।

প্রত্যন্ত গ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা শিশু, কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন, হৃদরোগ, হরমোন, ডায়াবেটিস, নিউরো মেডিসিন অভিজ্ঞ ডাঃ মো. ইউসুফ খান, গাইনি চিকিৎসক ডাঃ শারমিন আলম এবং নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ ডাঃ মো. নোমান মিজি।

এছাড়াও মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্থানীয় লোকদের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।

চিকিৎসা সেবার আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান, সভাপতি শাহ্ মো. মোজাম্মেল, সহ-সভাপতি ফয়সাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মীর্জা আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ সাগর, সদস্য আহম্মেদ জিহাদ, রেহমান ফয়সাল, সাদেকুর রহমান খান ও ইমাম হোসাইন।

সংগঠনটি চতুর্থবর্ষে পদার্পণ উপলক্ষ্যে এই চিকিৎসা সেবার আয়োজন করে। এর আগে করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি স্থানীয়ভাবে নিজেদের অর্থয়ানে বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!