হাজীগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

  • আপডেট: ১২:২০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৪৯

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল আদর চন্দ্র দাস নামের তিন বছর বয়সি এক শিশুর। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের উঠতলী গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির শংকর দাসের ছেলে

জানা গেছে, এ দিন বিকালে বল হাতে নিয়ে নিজ বাড়িতেই খেলাধূলা করছিলো শিশু আদর চন্দ্র দাস। এরপর শিশুটিকে বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎখনিক তাকে উদ্ধার করা হয়।

এসময় বলটিও পুকুরের পানিতে ভাসছিল। পরে আদর চন্দ্র দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলা করার সময় বলটি পুকুরের পানিতে পড়ে যায়। আর বল তুলতে গিয়েই পানিতে ডুবে যায় সে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে। তিনি বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সচেতনতার বিকল্প নেই।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

হাজীগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

আপডেট: ১২:২০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল আদর চন্দ্র দাস নামের তিন বছর বয়সি এক শিশুর। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের উঠতলী গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির শংকর দাসের ছেলে

জানা গেছে, এ দিন বিকালে বল হাতে নিয়ে নিজ বাড়িতেই খেলাধূলা করছিলো শিশু আদর চন্দ্র দাস। এরপর শিশুটিকে বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎখনিক তাকে উদ্ধার করা হয়।

এসময় বলটিও পুকুরের পানিতে ভাসছিল। পরে আদর চন্দ্র দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলা করার সময় বলটি পুকুরের পানিতে পড়ে যায়। আর বল তুলতে গিয়েই পানিতে ডুবে যায় সে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে। তিনি বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সচেতনতার বিকল্প নেই।