হাজীগঞ্জে বসতঘরের দরজা ভেঙ্গে ফাতেমা আক্তার (২৩) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া মিজি বাড়ির প্রবাসী আবুল কাশেমের বসতঘর থেকে লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফাতেমা আক্তার নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জানা গেছে, এদিন দুপুরের কোন এক সময়ে ওই বাড়ির কাতার প্রবাসী আবুল কাশেমের স্ত্রী ফাতেমা আক্তার নিজ বসতঘরের নিজ কক্ষের (রুম) সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাকে তার শশুর মো. সিরাজুল ইসলাম ঝুলতে দেখে ডাক-চিৎকার শুরু করেন। কিন্তু তার কক্ষের দরজা ভিতর দিক থেকে বন্ধ থাকার কারণে তাকে উদ্ধার করতে পারেনি পরিবারের লোকজন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরের দরজা ভেঙে ফাতেমা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন এবং পুলিশ তার মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।
এই বিষয়ে শশুর সিরাজুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, সকালে ফাতেমাসহ আমরা সবাই একসাথে নাস্তা করেছি। তারপর সে তার শাশুড়ির সাথে রান্না করে এবং রান্না শেষে দুপুরে নিজের রুমে প্রবেশ করে। দুপুরে তাকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করি। কিন্তু তার কোন সাড়া শব্দ না পেয়ে রুমের জানালা দিয়ে দেখতে পাই, ফাতেমা সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
এই বিষয়ে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম সংবাদকর্মীদের জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নিয়ে এসেছি। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।