হাজীগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর ) বিকেলে পশ্চিম বাজারস্থ শ্রী শ্রী রাজা লহ্মী নারায়ণ জিউর আখড়া থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এ সময় সাথে ছিলেন অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদা বণিক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যখন পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে ধরায় নেমে আসেন।
তিনি বলেন, দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী (ভারতের)। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে তারা। ভক্তের ডাকে সাড়া দেন ভগবান। তিনি দুষ্টকে দমনের জন্যই শ্রীকৃষ্ণকে প্রেরণ করেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিধুভূষণ রায় সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন সরকারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের হাজীগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণসাহা মনা, যুগ্নসম্পাদক লিটন পাল, শ্রী শ্রী রাজা লহ্মী নারায়ণ জিউর আখড়ার সভাপতি দিলীপ কুমার সাহা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধা কান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, গৌরাঙ্গ সাহা, নীহার রঞ্জন হালদার মিলন, শিমুল, গোপাল সাহা, প্রবীর সাহা ফটিক, রাজন চন্দ্র সাহা, বাবুল দাস, দুলাল দাস, বলরাম সাহা,