• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২৩

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে টেলিকনফারেন্সে দিক-নির্দেশনামূলক বক্তব্য শেষে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল প্রমুখ।

ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা তসলিম আলম শিশিরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, মাইনুদ্দিন মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সদর ইউনিয়ন যুবলীগের (পশ্চিম) সভাপতি মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, দোয়া ও মোনাজাত করেন, প্রভাষক নুর মোহাম্মদ, গীতা থেকে পাঠ করেন সহকারী অধ্যাপক অনিমা পাল।এসময় কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক নির্মল চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন লিটন, এস.এম লিয়াকত হোসেন, মতিয়া মাহবুবা আক্তার, মাসুমা আক্তার ও কাজী নাসির উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!