হাজীগঞ্জে জনসাধারণের মাঝে সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকালে উপজেলার বড়কুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের রসুলপুর গ্রামের সাধুর বাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন, বিদ্যু, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের (পাওয়ার সেল) মহা-পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা যুবরাজ সরকারের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায়ও ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে, হচ্ছে এবং আগামিতেও হবে।
প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, উন্নয়নের এ ধারাকে অব্যাহৃত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিঁনি তাঁর সাহসি ও বলিষ্ঠ নেতৃত্বে দেশকে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন। যা ইর্ষণীয় সাফল্য হিসেবে উন্নয়শীল দেশগুলো বাংলাদেশকে রোল মডেল মনে করে। তাই উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
হাজীগঞ্জ বাজারস্থ ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজন সরকারের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল প্রমুখ।
এ সময় সাবেক মেম্বার গোয়াল দাশ সরকার, আওয়ামী লীগ নেতা রবিদাশ সরকার, কৃষ্ণ সাহা, শাখাওয়াত উল্লাহ ফারুক, যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী ফয়সাল, সমীর সরকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ফরহাদ, উপ-সম্পাদক ওমর ফারুক, সদস্য সুমন মিয়াজী, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, জাকীর হাজারী সহ তৃনমূলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া প্রকৌশলী মোহাম্মদ হোসাইন এদিন সকালে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন বেবীপুরের বাসিন্দা, স্বাস্থ্য সচিবের একান্ত সচিব কাউছার হামিদের পিতা মরহুম আমির হোসেন ভূইয়ার কবর জিয়ারত ও কুলখানিতে অংশগ্রহণ করেন। এ সময় শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর এ দিন বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত আলীগঞ্জ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গেস্ট হাউজে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
ক্যাপশন : হাজীগঞ্জে জনসাধারণের মাঝে সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যু, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহা-পরিচালক প্রকৌ. মোহাম্মদ হোসাইন। -ইল্শেপাড়