চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৬টি ও পরোয়ানা মূলে একটি মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) দিনগত রাতে তাদেরকে ডিএমপির সহযোগিতায় রাজধানীর শেওরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাসা হতে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১০ আগস্ট) তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে পুলিশ।
আসামীরা হলেন-হাজীগঞ্জ থানার বাড্ডা গ্রামের পাটওয়ারী বাড়ীর আলহাজ¦ মো. আরিফ উল্যাহ পাটওয়ারীর ছেলে মো. আমান উল্যাহ পাটওয়ারী এবং একই থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আমিনুল হক পাটওয়ারীর ছেলে মো.তরিকুল ইসলাম মাজেদ।
পুলিশ সুপারের নির্দেশে গ্রেপ্তারি অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ, উপ-পরিদর্শক (এসআই) মিছবাহুল আলম, আবু নছর নিপু, সহকারী উপ-পরিদর্শক (এসএসই) সুকান্ত মজুমদারসহ থানার একটি চৌকস দল।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আদালতে এনআই এ্যাক্টের ৬টি মামলা সাজা হয় এবং একটি সিআর মামলার পরোয়ান মুলে আসামী। গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অপরাধ দমন ও আইন-আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের লক্ষ্যে পলাতক আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের গ্রেপ্তারি অভিযান চলমান থাকবে।