ফরিদগঞ্জের ১৪নং ফরিদগঞ্জ ইউনিয়নে উপনির্বাচনে ১৬ বছর পর ভোট গ্রহণ চলছে।

  • আপডেট: ০৯:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ৭০

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ভোট গ্রহনের সময় শুরু না হতেই প্রতিটি কেন্দ্রে লম্বা লাইন। পুরুষ মহিলা সকলেই লাইনে দাঁড়িয়ে দীর্ঘ ১৬ বছর পর ভোট নিজেদের ভোট প্রয়োগ করলেন। গত কয়েকদিন ধরে ভোটারদের মনে ভোট দেয়া নিয়ে নানা আতংক বিরাজ করলেও ২৫ জুলাই ভোট গ্রহনের দিন সকাল থেকেই বিপুল সংখ্যক র‌্যাব বিজিবি পুলিশের উপস্থিতি এবং নিবার্হী ম্যাজিস্ট্রেটগনের সরব উপস্থিতি ভোটারদের সকল ভ্রান্ত ধারনা দুর হয়ে যায়। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র এটি। ভোটারদের ব্যপাক উপস্থিতি দেখে ভোট গ্রহণ দেখতে আসা সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নি:শ্বাস ফেলতে দেখা গেছে।

মামলা জনিত জটিলতা কারণে দীর্ঘ ১৬ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেশকিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে শান্তিপূর্নভাবে ভোট কেন্দ্রে ভোটার লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ৪নং ওয়ার্ডের সিরাজ মিয়া (৭৫),৫নং ওয়ার্ডের মুকবুল আহাম্মদ , ৬নং ওয়ার্ডের ডা: ফরহাদ (৪৮), আমেনা বেগম(৪০) সহ উপস্থিত ভোটাররা দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তারা আনন্দিত বলে জানান। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনও ভোটারদের ব্যাপক উপস্থিতি আশাব্যঞ্জক বলে অভিহিত করেন।

প্রিজাইডিয় অফিসার ইব্রাহিম মিয়া, জ্যোর্তিময় ভৌমিক, শাহাদাত হোসেন জানান, তারা কোন ধরনের সমস্যা ছাড়াই তারা ভোট গ্রহণ করতে পারছেন।

পুলিশ সুপার জিহাদুল কবির ভোট গ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করেছি। ফলে ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পেরেছে। অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমান জানান,শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন করতে পেরে আমরা সন্তুষ্ট।

উল্লেখ্য, এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭,৬৩০জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৮৯৬জন, নারী ভোটার সংখ্যা ৮৭৩৪ জন। ভোট কেন্দ্র ৯টি, ভোট বুথ হচ্ছে-৫২টি। ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াও অন্যরা আওয়ামী লীগের সমর্থক।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ফরিদগঞ্জের ১৪নং ফরিদগঞ্জ ইউনিয়নে উপনির্বাচনে ১৬ বছর পর ভোট গ্রহণ চলছে।

আপডেট: ০৯:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ভোট গ্রহনের সময় শুরু না হতেই প্রতিটি কেন্দ্রে লম্বা লাইন। পুরুষ মহিলা সকলেই লাইনে দাঁড়িয়ে দীর্ঘ ১৬ বছর পর ভোট নিজেদের ভোট প্রয়োগ করলেন। গত কয়েকদিন ধরে ভোটারদের মনে ভোট দেয়া নিয়ে নানা আতংক বিরাজ করলেও ২৫ জুলাই ভোট গ্রহনের দিন সকাল থেকেই বিপুল সংখ্যক র‌্যাব বিজিবি পুলিশের উপস্থিতি এবং নিবার্হী ম্যাজিস্ট্রেটগনের সরব উপস্থিতি ভোটারদের সকল ভ্রান্ত ধারনা দুর হয়ে যায়। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র এটি। ভোটারদের ব্যপাক উপস্থিতি দেখে ভোট গ্রহণ দেখতে আসা সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নি:শ্বাস ফেলতে দেখা গেছে।

মামলা জনিত জটিলতা কারণে দীর্ঘ ১৬ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেশকিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে শান্তিপূর্নভাবে ভোট কেন্দ্রে ভোটার লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ৪নং ওয়ার্ডের সিরাজ মিয়া (৭৫),৫নং ওয়ার্ডের মুকবুল আহাম্মদ , ৬নং ওয়ার্ডের ডা: ফরহাদ (৪৮), আমেনা বেগম(৪০) সহ উপস্থিত ভোটাররা দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তারা আনন্দিত বলে জানান। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনও ভোটারদের ব্যাপক উপস্থিতি আশাব্যঞ্জক বলে অভিহিত করেন।

প্রিজাইডিয় অফিসার ইব্রাহিম মিয়া, জ্যোর্তিময় ভৌমিক, শাহাদাত হোসেন জানান, তারা কোন ধরনের সমস্যা ছাড়াই তারা ভোট গ্রহণ করতে পারছেন।

পুলিশ সুপার জিহাদুল কবির ভোট গ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করেছি। ফলে ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পেরেছে। অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমান জানান,শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন করতে পেরে আমরা সন্তুষ্ট।

উল্লেখ্য, এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭,৬৩০জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৮৯৬জন, নারী ভোটার সংখ্যা ৮৭৩৪ জন। ভোট কেন্দ্র ৯টি, ভোট বুথ হচ্ছে-৫২টি। ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াও অন্যরা আওয়ামী লীগের সমর্থক।