• ঢাকা
  • বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মে, ২০২৩
সর্বশেষ আপডেট : ১১ মে, ২০২৩

৪৮ ঘন্টার মধ্যেই মুক্ত ক্রিকেটের বরপুত্র ইমরান খান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
৪৮ ঘন্টার মধ্যেই মুক্ত ক্রিকেটের বরপুত্র ইমরান খান
ছবি-সংগৃহিত।

মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই মুক্ত পাকিস্তানের সাবেক বিশ্বজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খান। সুপ্রিমকোর্টের আদেশে তিনি মুক্তি পেলেন খবর জিও নিউজের।

পিটিআই নেতা ইমরান খান বলেন, আমি চাই না দেশের কোনো ক্ষতি হোক। আমি শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।

এ সময় তিনি পিটিআই সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে, তাদের সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধন করা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

ইমরান খানের মুক্তির ঘোষণা গোটা পাকিস্তান ও পিটিআই সমর্থকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

মঙ্গলবার গ্রেফতারের পর আট দিনের রিমান্ডের নির্দেশও এসেছে ইমরানের বিরুদ্ধে। তবে গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হলো গুপ্তহত্যার কবল থেকে বেঁচে ফেরা এই নেতাকে।

বৃহস্পতিবার সাড়ে ৪ টায় তাকে সুপ্রিমকোর্টে হাজির করার আদেশ দেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। খবর জিও নিউজের।

পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। এ সময় ইমরান খানের গাড়ির সামনে ও পিছনে ১৫ টি গাড়ির বহর ছিল।

সাড়ে ৫টার দিকে আদালতে হাজির হওয়ার পর ইমরান খানের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল।

এরপর ইমরান খানেক গ্রেফতার ‘বেআইনি’ ঘোষণা করে তাকে দ্রুত ছেড়ে দেওয়ার আদেশ দেন তিনি।

মঙ্গলবার ইমরানকে গ্রেফতারের পর সারাদেশে নৈরাজ্যপূর্ণ অবস্থা তৈরি করেছে পিটিআই সমর্থকরা। সহিংসতায় প্রাণ গেছে বেশ কয়েকজনের।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!