হাজীগঞ্জে মাটির নিচ থেকে দুই কোটি টাকার স্বর্ণ তুলে দেয়ার কথা বলে হাতিয়ে নিলো ২ লাখ টাকা, আটক ৩ কবিরাজ

  • আপডেট: ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৪১

ছবি-নতুনেরকথা।

মাটির নিচ থেকে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার করে দেবে, এমন লোভে ফেলে ঈমান হোসেন নামে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। মাটির নিচ থেকে স্বর্ণ তুলে দিতে না পারায় ওই প্রতারক চক্রকে পুলিশে দিয়েছে ঈমান হোসেনসহ স্থানীয়রা।

গত তিনদিন ধরে দুই লাখ টাকা চুক্তিতে রান্নাঘরের মাটির নিচ থেকে স্বর্ণ তুলে দিতে সময়ক্ষেপণ করায় তিন কবিরাজকে পুলিশে সপোর্দ করা হয়।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীতে ।

শনিবার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীর ইমান হোসেনের বসতঘরে তিনদিন ধরে অবস্থান নেয় তিন কবিরাজ।

তারা হলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী (৪০), একই জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের আবদুর রহিম (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার (২৫)।

প্রতারণার দায়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঈমান হোসেন।

তিনি জানান, বান্দরবানে ব্যবসার সুবাদে কবিরাজদের সাথে পরিচয় তার । তারা ইমাম হোসেন কে তার ঘরের নীচে স্বর্ন আছে এমন ভাবে প্রলোভন দেয়। পরে দুই লাখ টাকা চুক্তিতে তিন কবিরাজ স্বর্ণ তুলে দেয়ার আশ্বাসে দেয় ।

তিন প্রতারককে রোববার দুপুরে চাঁদপুর আদালতে হাজীর করা হয় বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক মোস্তাক আহমেদ।

হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, আটকৃত কবিরাজদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের প্রেরন করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্বামীর ঋণের টাকা নিয়ে ২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধু

হাজীগঞ্জে মাটির নিচ থেকে দুই কোটি টাকার স্বর্ণ তুলে দেয়ার কথা বলে হাতিয়ে নিলো ২ লাখ টাকা, আটক ৩ কবিরাজ

আপডেট: ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

মাটির নিচ থেকে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার করে দেবে, এমন লোভে ফেলে ঈমান হোসেন নামে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। মাটির নিচ থেকে স্বর্ণ তুলে দিতে না পারায় ওই প্রতারক চক্রকে পুলিশে দিয়েছে ঈমান হোসেনসহ স্থানীয়রা।

গত তিনদিন ধরে দুই লাখ টাকা চুক্তিতে রান্নাঘরের মাটির নিচ থেকে স্বর্ণ তুলে দিতে সময়ক্ষেপণ করায় তিন কবিরাজকে পুলিশে সপোর্দ করা হয়।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীতে ।

শনিবার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীর ইমান হোসেনের বসতঘরে তিনদিন ধরে অবস্থান নেয় তিন কবিরাজ।

তারা হলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী (৪০), একই জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের আবদুর রহিম (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার (২৫)।

প্রতারণার দায়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঈমান হোসেন।

তিনি জানান, বান্দরবানে ব্যবসার সুবাদে কবিরাজদের সাথে পরিচয় তার । তারা ইমাম হোসেন কে তার ঘরের নীচে স্বর্ন আছে এমন ভাবে প্রলোভন দেয়। পরে দুই লাখ টাকা চুক্তিতে তিন কবিরাজ স্বর্ণ তুলে দেয়ার আশ্বাসে দেয় ।

তিন প্রতারককে রোববার দুপুরে চাঁদপুর আদালতে হাজীর করা হয় বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক মোস্তাক আহমেদ।

হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, আটকৃত কবিরাজদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের প্রেরন করা হয়েছে।