হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে একুশের প্রথম প্রহরে (বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১মিনিট) উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি, শুক্রবার সকালে আলোচনা, চিত্রাংকনসহ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ভাষা শহীদ ও সকল শহীদগণের আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও সৌন্দয্যদের সাথে প্রশাসনিক ভবন সম্মুখে’সহ বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সংগঠনের সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ, প্রভাতফেরি প্রদক্ষিণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করে।
দিবসের প্রথম প্রহরে প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও শিল্পকলা একাডেমির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ’র নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে পুলিশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের নেতৃত্বে চিকিৎসক ও কর্মচারীরা শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।
একই সময়ে প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস, সাব-রেজিস্ট্রার অফিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিএনপি, যুবদল, ছাত্রদল, প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফজলুল আজিম মজুমদার আকিব প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণির উপস্থাপনায় বক্তব্য শেষে ভাষা শহীদ ও সকল শহীদগণের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করেন, উপজেলাস্থ বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মো. ফয়সাল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন ও গীতা থেকে পাঠ করেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক পবিত্র দেবনাথ।
অনুষ্ঠানে শেষে চিত্রাংকন’সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করা হয়। এসময় বীরমুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।