দেশে রবীন্দ্র সংগীতের বিশিষ্ট প্রশিক্ষক নীলোৎপল সাধ্য’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে, সংগীত নিকেতন- চাঁদপুর। এই উপলক্ষে বুধবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে নীলোৎপল সাধ্য স্মরণ সভা, পঞ্চকবি’র গান, নৃত্য এবং সম্মাননা প্রদান করা হয়।
সংগীত নিকেতন- চাঁদপুরের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রয়াত নীলোৎপল সাধ্য’র সহধর্মিণী ঝর্ণা মল্লিক, মেয়ে অঝরা সাধ্য শ্রীলা, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চাঁদপুর শাখার সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি ফারুক আহম্মদ, বিশিষ্ট সংগীত শিক্ষক রফিক আহমেদ মিন্টু, দুলাল পোদ্দার, বিমল দে, দীপক চক্রবর্তী, সংগঠক মাহবুবুর রহমান সেলিম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নীলোৎপল সাধ্য’র সহধর্মিণী ও তার মেয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
স বশেষে বিচিত্রা সাহা, আভা শঙ্কর, বীনা ঘোষ ও রিয়া চক্রবর্তীর পরিচালনায় স্থানীয় শিল্পীরা পঞ্চকবি’র গান ও নৃত্য পরিবেশন করেন।
প্রসঙ্গত, প্রয়াত নীলোৎপল সাধ্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক ও পরীক্ষক।
এছাড়া ছায়ানট, আনন্দধ্বনী এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সংগীত বিভাগের প্রশিক্ষক ছিলেন।
বিগত ২০২০ সালের ১৭ মার্চ মাত্র ৬৪ বছর বয়সে পরলোকগমন করেন নীলোৎপল সাধ্য।