হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃর্শে রফিকুল ইসলাম (৬০) নামের একজন মুরগির ফার্মের মালিক মারা গেছেন। খবর পেয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এর আগে বুধবার দিবাগত রাতে হাজীগঞ্জ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বেতিয়াপাড়া গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি ওই বাড়ির মৃত জাফর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুরগি ফার্মের ব্যবসা করে আসছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন রাতে নিজ মুরগির ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃর্শে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রফিকুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন নিহত রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, রফিকুল ইসলাম কারেন্টে (বিদ্যুৎস্পৃষ্ট) মারা গেছেন। তিনি বলেন, তার পরিবারের লোকজন আমাকে জানিয়েছেন, তাদের কোন অভিযোগ নেই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।