স্টাফ রিপোর্টার॥
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হাজীগঞ্জ থানা পরিদর্শন করেছেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তিনি থানায় আসলে তাঁকে ফুল দিয়ে শুভে”ছা জানান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
এরপর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের প্রদানকৃত সালাম গ্রহণ করেন, জেলা প্রশাসক কামরুল হাসান। পরে তিনি থানা বিভিন্ন দিক পরিদর্শন ও থানার রতি পরিদর্শন রেজিস্টারে মন্তব্য করেন।
পরিদর্শন কাজে সহযোগিতা করেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।