নুর হোসেন রাফি॥
হাজীগঞ্জে ১০ কেজি গাঁজা ও ১০৫পিস ইয়াবাসহ যুবক যুবতীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকা থেকে এসআই মিসবাহ সহ সঙ্গীয় ফোস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি শিউলী খাতুনকে আটক করে।
শিউলী খাতুন বাগেরহাট জেলার মংলা থানাধীন উত্তর চাঁদপাই গ্রামের শেখ বাড়ির আসাদুল শেখের মেয়ে।
অপর দিকে পৃথক অভিযানে হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ মিয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে টোরাগড় গ্রামে অভিযান চালিয়ে বিল্লাল মিজির ছেেেল মামুন মিজিকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি শিউলী খাতুন ও মামুন মিজির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়নন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, মাদক বিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্য দাতার নাম-ঠিকানা গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন তিনি।