হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট: ০২:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • ৫০

ছবি-নতুনেরকথা।

নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে সাইদুল হোসেন (৬) ও আতিয়া ইসলাম (৩) নামের দুই শিশু মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় ও গন্ধর্ব্যপুর দণি ইউনিয়নের হোটিনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাইদুল হোসেন চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রামের রানা বেপারীর ছেলে। শিশুটি বাবা ও মায়ের সাথে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে।

অপর নিহত শিশু আতিয়া ইসলাম হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দণি ইউনিয়নের হোটনি গ্রামের প্রবাসী দিদার হোসেনের ছোট মেয়ে।

সাইদুলের বাবা রানা জানান, এদিন বেলা এগারোটার দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে খেলতে যায়। খেলা শেষে স্কুলের পাশে পুকুরে গোসল করতে নামে সাইদুল ডুবে যায়।

পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আতিয়া ইসলাম নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুর পাড়ে এসে দেখেন পুকুরের পানিতে মরদেহ ভাসছে।

পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহত শিশুদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখার দাবিতে হাজীগঞ্জে জামায়াতের ইসলামীর মিছিল ও সমাবেশ

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: ০২:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে সাইদুল হোসেন (৬) ও আতিয়া ইসলাম (৩) নামের দুই শিশু মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় ও গন্ধর্ব্যপুর দণি ইউনিয়নের হোটিনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাইদুল হোসেন চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রামের রানা বেপারীর ছেলে। শিশুটি বাবা ও মায়ের সাথে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে।

অপর নিহত শিশু আতিয়া ইসলাম হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দণি ইউনিয়নের হোটনি গ্রামের প্রবাসী দিদার হোসেনের ছোট মেয়ে।

সাইদুলের বাবা রানা জানান, এদিন বেলা এগারোটার দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে খেলতে যায়। খেলা শেষে স্কুলের পাশে পুকুরে গোসল করতে নামে সাইদুল ডুবে যায়।

পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আতিয়া ইসলাম নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুর পাড়ে এসে দেখেন পুকুরের পানিতে মরদেহ ভাসছে।

পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহত শিশুদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।