চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট: ১১:১৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • ৪৩

প্রতিনিধির পাঠানো ছবি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস্য, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বিকাল ৫ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, বিএনপি-জামাত কোন অবস্থাতে যদি বিশৃংখলা সৃষ্টি করে, তাহলে বঙ্গবন্ধুর সৈনিকেরা তা মেনে নিবেনা, কঠিন হস্তে তা দমন করবে।

তিনি বলেন, নারীদের পর্দা সঠিক রেখে তাদের কর্মস্থলে যাবে এবং নারীদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুকে যদি আল্লাহ বাচিয়ে রাখতো তাহলে ২০০০ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হতো। তাই আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্তে আওয়ামী লীগ কে আবার বিজয় করে এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বলেন, যারা বিরাঙ্গনা মহিলা ছিলেন তাদেরকে বঙ্গমাতা নিজ বাড়িতে নিয়ে বলেছিলেন “তোমাদের বাবা, মা কেউ নেই তাই আজ থেকে আমিই তোমাদের বাবা আমিই তোমাদের মা”। এই ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা।

আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম, যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, পৌর আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর ভুইয়া, শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারী, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, সেচ্ছাসেবক লীগের সম্পাদক সফিক গাজী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলন অ্যাডভোকেট বদিউজ্জামান কিরন।

সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাইতুল আমীন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি জাফর আহমেদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

আপডেট: ১১:১৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস্য, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বিকাল ৫ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, বিএনপি-জামাত কোন অবস্থাতে যদি বিশৃংখলা সৃষ্টি করে, তাহলে বঙ্গবন্ধুর সৈনিকেরা তা মেনে নিবেনা, কঠিন হস্তে তা দমন করবে।

তিনি বলেন, নারীদের পর্দা সঠিক রেখে তাদের কর্মস্থলে যাবে এবং নারীদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুকে যদি আল্লাহ বাচিয়ে রাখতো তাহলে ২০০০ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হতো। তাই আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্তে আওয়ামী লীগ কে আবার বিজয় করে এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বলেন, যারা বিরাঙ্গনা মহিলা ছিলেন তাদেরকে বঙ্গমাতা নিজ বাড়িতে নিয়ে বলেছিলেন “তোমাদের বাবা, মা কেউ নেই তাই আজ থেকে আমিই তোমাদের বাবা আমিই তোমাদের মা”। এই ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা।

আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম, যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, পৌর আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর ভুইয়া, শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারী, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, সেচ্ছাসেবক লীগের সম্পাদক সফিক গাজী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলন অ্যাডভোকেট বদিউজ্জামান কিরন।

সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাইতুল আমীন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি জাফর আহমেদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।