কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় টানা তিন দিন অনশন শেষে অবশেষে দীর্ঘ দিন ধরে প্রেম করা সেই প্রেমিকের সাথে বিয়ের পিড়িতে বসল বগুড়ার গাবতলী উত্তরপাড়া এলাকার কলেজে পড়ুয়া শিক্ষার্থী রুমানা আক্তার নেহা।
২৪ জুলাই রোববার রাতে কচুয়া উপজেলার দেবীপুর গ্রামে দেলোয়ার হোসেন চৌধুরীর পুত্র সৌদী প্রবাসী বোরহান উদ্দিন চৌধুরীর সাথে টেলিফোনে এ বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। বিয়েতে ৩ লক্ষ টাকার কাবিনে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে পড়ান কাদলা ইউনিয়নের কাজী মোহাম্মদ উল্যাহ।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নুরে-ই আলম রিহাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শরীফ মজুমদার, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহীউদ্দিন মাহী, সদস্য মিজানুর রহমান,স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক চৌধুরীসহ বর পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার গাবতলী উপজেলার মহাস্থান কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী রোমানা আক্তার নেহা বিয়ের দাবীতে কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের চৌধুরী বাড়ীর সৌদী প্রবাসী বোরহান উদ্দিন চৌধুরীর বাড়ীতে বিয়ের দাবিতে উঠেন।
পরে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে আসলে এলাকার গন্যমান্য লোকজন রোমানা আক্তার নেহা’র বক্তব্য শুনে উভয় পক্ষের সাথে কথা বলে পরবতীতে রোববার রাতে বিয়ের আয়োজন সম্পন্ন করেন।