মোঃ জামাল হোসেনঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন/ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিনের সভাপতিত্বে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল, সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সম্পাদক ফয়েজ আহমেদ, যুগ্ম সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক মোঃ মহিউদ্দিন, সম্মানিত সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু, সাংবাদিক রফিকুল ইসলাম পাটোয়ারীসহ কর্মরত সাংবাদিকবৃন্দ। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায় ২৩-২৯ জুলাই সপ্তাহ ব্যাপী কর্মসূচি ১মদিন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এবং মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা।
ব্যানার,ফেস্টুন, সহযোগে সড়ক র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য পুরস্কার প্রদান।
মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা। অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোট/অভিযান পরিচালনা। মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান পুকুরের মাটি ও পানি পরীক্ষা। সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান /বিভিন্ন উপকরণ বিতরণ। ৭ম দিন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।