• ঢাকা
  • রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ২৩ জুলাই, ২০২২

চাঁদপুরে ১০১ পরিবারের মাঝে চেক বিতরণ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতনিধি ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ অভূতপূর্ণ উন্নয়ন হচ্ছে এবং দেশে পদ্মা সেতুর মত বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। যার সুফল এখন সারাদেশের মানুষ পাচ্ছে। অর্থনৈতিক কর্মকান্ড যত ভাল হবে, দেশের আর্থিক অবস্থা তত ভাল থাকবে। উন্নয়নের বাহিরে কেউ থাকবে না। চরাঞ্চলের লোকজনও এখন বিদ্যুৎসহ অন্যান্য নাগরিক সুবিধার আওতায় আসছে।

শনিবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে মেঘনার পশ্চিমাঞ্চলে নদী ভাঙনের শিকার রাজরাজেশ্বর ইউয়িনের ১০১ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে ৫৬ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষ অনেক আগে বলত নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে, আবার বলত নৌকায় ভোট দিলে সব হিন্দু হয়ে যাবে। শেখ হাসিনাকে ভোট দিলে নাকি পুরো বাংলাদেশ ভারত হয়ে যাবে। আসলেই কি এই ধরণের কিছু হয়েছে। এখন ভারতের লোকেরাও বলে বাংলাদেশ কত ভাল। তাদের দেখে অন্যদেরও ভাল হওয়া উচিৎ। এই ধর্ম নিয়ে যারা অপপ্রচার করে নৌকার বিরুদ্ধে, এরাত ভাল লোক নয়। যারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে প্রতিহত করা দরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল হোসেনর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!